মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মুকসুদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গৃহীত কর্মসুচীর মাধ্যমে আড়ম্বরভাবে দিবসটি পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন, আলোচনা সভা ও দুনীর্তি বিরোধী শপথ পাঠ অনুষ্ঠান ছিল অন্যতম।
সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা। সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক হায়দার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান, রনধীর বিশ্বাস, সাংবাদিক রনি রেজা প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ জনতার সক্রিয় উপস্থিতিতে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকল সরকারি বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।