শিব্বির আহমদ (ওসমানীনগর , সিলেট):
সিলেটের ওসমানীনগরে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলিদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আজ শুক্রবার (২০ অক্টোবর) বাদজুম্মা ওসমানীনগর উপজেলার তৌহিদী জনতার ব্যানারে উপজেলার দয়ামীরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল মহাসড়কে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে দয়ামীর বাজারে এক সমাবেশের আয়োজন করা হলে, সেখানে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।
মাওলানা নজরুল ইসলাম তালবাড়ির সভাপতিত্বে এবং হাফিজ জাকারিয়া ও হাফিজ ছাইম’র পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন,মৌলভি ইসমাইর আলী, মাওলানা আমিন উদ্দিন, মাওলানা রায়হান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মিয়া, রাজনীতিবিদ, মখবুল হোসেন, মাওলানা শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মখদ্দস আলী, মাওলানা সফিউল হকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এছাড়াও উপজেলার তাজপুর বাজারে ওসমানীনগর ইসলামী যুব ফোরামের ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।