বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে, বাংলাদেশের অন্যতম মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’ এবং দেশের অন্যতম বৃহত্তম টেলিকমিউনিকেশন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। এই যুগান্তকারী পার্টনারশিপের মাধ্যমে ‘মনের বন্ধু’ এখন থেকে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ‘অফিসিয়াল মেন্টাল হেলথ পার্টনার’ হিসেবে কাজ করবে। ফলে বাংলালিংকের সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা মনের বন্ধুর সকল মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় উপভোগ করবেন। এই সমঝোতার লক্ষ্য হলো বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের কর্মীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা প্রচার করা, মানসিক সুস্থতা বৃদ্ধি করা এবং কর্মচারীদের জন্য একটি সহায়ক কাজের পরিবেশ তৈরি করা।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করতে মঙ্গলবার রাজধানী ঢাকার বীর উত্তম শওকত সড়কে (গুলশান-১) অবস্থিত বাংলালিংক এর প্রধান কার্যালয়ে মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও সিইও, তৌহিদা শিরোপা এবং মনোসামাজিক কাউন্সেলর, মেহেদী মোবারক মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সচেতনতামূলক একটি সেশন পরিচালনা করেন। বাংলালিংক এর প্রধান কার্যালয়ের কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং স্ব-যত্নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই সেশনটি আয়োজন করা হয়েছিল।
সচেতনতামূলক সেশনের পরে, বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোর্শেদ এবং মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও সিইও তৌহিদা শিরোপা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
এ সময়ে মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা ও সিইও তৌহিদা শিরোপা বলেন, ‘বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ‘অফিসিয়াল মেন্টাল হেলথ পার্টনার’ হতে পেরে আমরা আনন্দিত। বিশ্বব্যাপী স্বাস্থ্যকর কর্মক্ষেত্র তৈরির ক্ষেত্রে এই ধরণের পার্টনারশিপ নতুন দিগন্ত উন্মোচন করবে। কর্মীদের সার্বিক সুস্থতার জন্য যত্নশীল হয়ে এগিয়ে আসার জন্য আমরা বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডকে ধন্যবাদ জানাতে চাই। মানসিক স্বাস্থ্যকে সকলের মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল স্তরেই এ ধরণের উদ্যোগ আরো বেশি বেশি গ্রহণ করতে হবে।’
বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোর্শেদ বলেন- ‘কর্মীদের সার্বিক সুস্থতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর তাই, বাংলালিংকের সহকর্মীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে আমরা ‘মনের বন্ধু’ কে ‘অফিসিয়াল মেন্টাল হেলথ পার্টনার’ বানাতে পেরে আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে প্রচলিত ধারণা দূর করা জরুরি এবং সবার জন্য এমন কাজের পরিবেশ তৈরি করার আশা করি যেখানে কর্মীদের মানসিক সুস্থতাকে প্রাধান্য দেওয়া হয়।’
উল্লেখ্য, মনের বন্ধু এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড উভয়ই মানুষের সামগ্রিক সুস্থতা নিশ্চিতকরণে মানসিক স্বাস্থ্যের গুরুত্বের উপর জোর দিয়ে থাকে, এবং নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মীদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সহায়তা এবং সচেতনতা প্রচারে এই যৌথ উদ্যোগটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে কাজ করবে।