নিশান খান
মাইক হাতে নীলাভ ধূসর শার্ট, গাঢ় নীল প্যান্ট, আর গলায় সবুজ রুমাল পরিহিত একদল স্বেচ্ছাসেবক লাইনে দাঁড় করিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্দেশনা দিচ্ছে। বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দায়িত্বরত রোভার স্কাউটের কথা। এবারের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষা ও সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রোভার স্কাউট। ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েলের হাতে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি পরীক্ষার্থীদের সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করানো, নির্দেশনা প্রদান ও অসুস্থ শিক্ষার্থীদের সহায়তার মতো বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে। এমনকি শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের সিঁড়ি বেয়ে পরীক্ষার কক্ষে পৌঁছে দিতেও সাহায্য করছে তারা, সেবার আদর্শকে ধারণ করে নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই স্বেচ্ছাসেবীরা। তবে এই সংগঠনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে। লাখ লাখ ভর্তিচ্ছু পরীক্ষার্থী এই সবুজ নীড়ে একটি আসনের জন্য ছুটে আসে দূর-দূরান্ত থেকে। তাদের পরীক্ষা চলাকালীন যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কেউ যেন পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করতে না পারে সেই বিষয়ে তারা থাকে খুবই সচেষ্ট। শৃঙ্খলা রক্ষা তাদের প্রধান কাজ হলেও পরীক্ষার্থীদের পথনির্দেশনা দেয়া, জরুরি প্রয়োজনে দেরিতে আসা পরীক্ষার্থীর জিনিসপত্রের ব্যবস্থাও কখনো কখনো করে দেয় স্কাউটরা।
জাবি রোভার স্কাউটের সভাপতি (এস আর এম) জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তিচ্ছু এবং অভিভাবকদের সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ ৮ টি গ্রাউন্ডে নিয়োজিত হয়ে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে। আশা করছি,কোন ধরনের বাধা বিঘ্ন ছাড়াই আগামী দিনগুলো সেবা দিয়ে যাবো। জাবিতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী সিফাত আমিন বলেন, ভর্তি পরীক্ষা দিতে এসে পরীক্ষার হল খুঁজে পাচ্ছিলাম না। পরে স্কাউট সদস্যরা আমাকে কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন।
প্রসঙ্গত, জাবিতে স্কাউট আন্দোলন মূলত শুরু হয় ১৯৮১ সালে। সেই থেকেই প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবস, নারী দিবস, স্বাধীনতা ও বিজয় দিবসসহ অন্যান্য দিবসগুলোতে বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ। ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
সেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে জাবি রোভার স্কাউট
2 Mins Read৪৪ Views