লালমাই প্রতিনিধি:
দীর্ঘ ৮বছর পর সাংগঠনিক স্বীকৃতি পাওয়ায় ও আহবায়ক কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল করেছে লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার ( ৯ এপ্রিল) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে অনুষ্ঠিত আনন্দ মিছিলে নবগঠিত কমিটির নেতারা ছাড়াও বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের দেড় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
লালমাই উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মাসুদ করিমের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন সিনিয়র যুগ্ম আহবায়ক আমান উল্যাহ আমান, সদস্য সচিব ইউছুফ আলী মীর পিন্টু, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ (বিএসসি), জাহাঙ্গীর হোসেন সর্দার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সুমন, হাফেজ মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাহাবুব আলম (বিএ), মোঃ আসলাম মজুমদার ও মোঃ ফরহাদ উদ্দিন। আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে অংশগ্রহণ করেন মোঃ শাহজান মজুমদার, হাফেজ মোঃ বেলাল হোসাইন, কাজী ইকবাল হোসেন কাজল, মোঃ ইদ্রিস মিয়া, মোঃ আবদুল খালেক, মহসিন মজুমদার, মোঃ মোস্তফা কামাল খোকন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ আমির হোসেন ও শৈবাল সাহা।
মিছিলে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর বাগমারা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মফিজুল ইসলাম, শিক্ষানুরাগী তারেকুল ইসলাম, লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফিরেজ মিয়া, সদস্য মাকসুদুর রহমান মাসুদ, বাগমারা উত্তর ইউনিয়ন যুবদল নেতা বেলায়েত হোসেন সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা ফজলুর রহমান মিন্টু, মাকসুদুর রহমান, লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক কামরুল হাসান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ত হাবিব হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত কমিটির নেতারা কুমিল্লা-১০ আসনে আগামীতে সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে জেলা নেতাদের নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তৃণমূলের কর্মীদের আশ্বস্থ করে নেতারা আরো বলেন, বিগত দিনে বিভিন্ন উপগ্রুপে বিভক্ত থাকলেও নতুন কমিটি ঘোষনার পর থেকে লালমাই উপজেলা বিএনপিতে ঐক্যের রাজনীতি শুরু হলো।