নিশান খান
ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ সেশনে ভর্তি পরীক্ষায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি। ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়া, শিক্ষার্থীদের মোবাইল, ব্যাগ ও মালামাল বিনামূল্যে গচ্ছিত রাখা, অভিভাবকদের বসার ব্যবস্থা করা, ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করা সহ বিভিন্নভাবে সাহায্য করছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। হেল্প ডেস্কের সুবিধা পেয়ে বেশ খুশি অভিভাবকরাও। এর ফলে শিক্ষার্থীদের সমস্যা অনেকটাই কমেছে বলে জানান কয়েকজন অভিভাবক।
টাঙ্গাইল গোপালপুর থেকে আসা একজন অভিভাবক বলেন, আমার মেয়ে সি ইউনিটে পরীক্ষা দিতে এসেছে এখানে, ইফসার টেন্টে বিশ্রাম নিচ্ছি, নিরাপদে ব্যাগসহ বিভিন্ন সামগ্রী রাখতে পেরেছি ওনাদের আথিথেয়তায় আমি মুগ্ধ। আমি এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাফল্য কামনা করছি যাতে তারা আরো বেশি মানুষকে সেবা দিতে পারে।
ইফসা’র বর্তমান সাধারণ সম্পাদক সাদমান হক বলেন, ইফসা হচ্ছে মূলত একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রতিবছর শীর্তাদের মাঝে শীত বস্র বিতরণ করি, গত বছর বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও আমরা ক্যাম্পাস ভিত্তিক কাজ করে থাকি যেমন: গরিব দুঃখী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ দিয়ে থাকি। ক্যাম্পাসে পাশেই গেরুয়া বেদে পল্লিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি ইতিমধ্যে এখান থেকে শিক্ষা লাভ করে দুইজন শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভের দিকে অগ্রসর হয়েছেন। একজজন কুমিল্লা মেডিকেলে চান্স পেয়েছে আরেক জন রাজশাহী মেডিকেল থেকে শিক্ষা সম্পন্ন করেছে। ইফসা সংগঠন মূলত স্বেচ্ছাসেবী সংগঠন একদম নিঃস্বার্থভাবে যারা কাজ করতে চায় তাদের নিয়েই আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। ইফসা সংগঠনটি ২৫ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ। ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ভর্তি পরীক্ষার্থীদের সেবায়: ইফসা
2 Mins Read৪০ Views