সারা দেশের মতো পটুয়াখালী জেলাতেও বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
জাতীয় পর্যায়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল থেকেই পটুয়াখালী সদরসহ গলাচিপা, দুমকি, দশমিনা, বাউফল, মির্জাগঞ্জ ও কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকে। শিক্ষকরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন এবং ব্যানার-প্ল্যাকার্ড হাতে দাবি আদায়ের স্লোগান দেন।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন। অথচ সরকার সম্প্রতি মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক নেতাদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পটুয়াখালীর শিক্ষকরা।
পটুয়াখালীতে আজকের কর্মবিরতির কারণে জেলার বেশিরভাগ বেসরকারি স্কুল-কলেজে ক্লাস কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে ফিরে যাচ্ছে। শিক্ষকদের দাবি সরকার দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করে শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুক।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সোমবার ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ। ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে পটুয়াখালীতে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি
1 Min Read৩ Views