ফরিদপুর প্রতিনিধি :
অনলাইন নিউজ পোর্টাল ‘আমাদের সময়.কম ‘ এ গত ২০ জানুয়ারী, ২৫ ইং তারিখে ‘ফরিদপুরে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনটি সঠিক নয় বলে জানান ফরিদপুর সদর উপজেলাধীন চরমাধবদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় । তিনি জানান- কোতয়ালী থানার পিটিশন নং- ৬৪৭/২৪, মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আমাকে দায়িত্ব দেন। আমি বিগত ২৯/১০/২৩ ইং তারিখে সরেজমিনে গিয়ে তদন্ত করি এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর তদন্ত করে লিখিত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করি।পরবর্তীতে আমার উক্ত তদন্ত প্রতিবেদনের বিপক্ষে বিবাদী লুৎফর রহমান নান্নু খা, নারাজী দিলে সহকারী কমিশনার ভূমি কে পুনরায় তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট । তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সম্রাট হোসেন বিষয়টি সার্বিক তদন্ত ও সরেজমিন পরিদর্শন করে গত ০১/০৯/২০২৪ ইং তারিখে প্রতিবেদনটি দাখিল করেন ।
প্রতিবেদনে উল্লেখ করা হয় , কোতয়ালী পি – ৬৪৭/২০২৪ নং মামলায় বর্ণিত নালিশীভুমিতে অর্থাৎ নালিশী ১৪২ নং দক্ষিন চর মাধবদিয়া মৌজার নালিশী বিএস ৭৯৫ ও ১৮৬৪ নং খতিয়ানের বিএস ৫১৭২ , ৫১৭৩ ও ৫১৮২ ( এস এ ১৯৪৯ , ১৯৫০ ও ১৯৫২ ) নং দাগের ৯৯ শতাংশ জমিতে প্রথম পক্ষের দখল বিদ্যমান । এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন জানান ,সরেজমিনে যা সত্যতা পেয়েছি- তা বিজ্ঞ আদালতে দাখিল করেছি। আমাদের প্রেরিত প্রতিবেদন টি নিয়ে একটি অন-লাইন পত্রিকায় অবান্তর, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত । প্রতিবেদক আমাদের সাথে কোন সাক্ষাৎ না করেই মনগড়া সংবাদটি প্রকাশ করে। উক্ত সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে জমিটির প্রকৃত মালিক মোঃ সিদ্দিকুর রহমান জানান ,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো মিথ্যা ও ভিত্তিহীন , আমার ব্যবসায়ীক সুনাম ক্ষুন্ন করার জন্য প্রতিপক্ষ লুৎফর রহমান মানববন্ধন থেকে শুরু করে এমন কোন কাজ নেই যে সে করে নাই । তিনি আরো জানান , অনলাইন পোর্টালের প্রতিবেদক আমার সাথে কোন যোগাযোগ না করেই তিনি বলেছেন আমাকে খুজে পাওয়া যায়নি । তিনি যেদিন এ প্রতিবেদনটি করেছেন সেদিন আমি ফরিদপুরে অবস্থানরত। প্রতিবেদকের এ ধরণের মিথ্যা বানোয়াট প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এব্যাপারে সিদ্দিকুর রহমান আরো জানান , আমি ফরিদপুরে অবস্থানরত অবস্থায় আমাকে পলাতক বলে উল্লেখ করায় আমি প্রতিবেদকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।এ বিষয়ে সিদ্দিকুর রহমানের ভাতিজা রাজু শেখ জানান , আমার মরহুম দাদা আলাউদ্দিন শেখ খুব কষ্ট করে দীর্ঘ ৫০ বছর পূর্বে ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করেন । আমি এবং আমার চাচা সিদ্দিকুর রহমান সহ পরিবারের সকলে ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো দেখভাল করে আসছি , আমাদের ব্যবসায়ীক সুনাম নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।