গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) আয়োজিত সরকারি কর্মকর্তাদের তিন সপ্তাহব্যাপী ব্যাসিক ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট এর সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইএমইডি এর সচিব মো: কামাল উদ্দীন বলেন, ‘ন্যায়ের প্রয়োগে শক্ত অবস্থানে থাকতে হবে। বিবেক কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করে তা প্রয়োগ করতে হবে’।
ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর দৃষ্টিনন্দন মেইন ক্যাম্পাস গজারিয়া মুন্সিগঞ্জে সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিকাল ইউনিট (বর্তমান বিপিপিএ) সাবেক ডাইরেক্ট জেনারেল, সাবেক সচিব মো: ফারুক হোসেন, বিপিপির এর পরিচালক যুগ্ম সচিব মো: মাহফুজার রহমান। প্রশিক্ষণার্থীদের সরাসরি অংশগ্রহণে দীর্ঘক্ষণ চলে উন্মুক্ত আলোচনা। আয়োজনকারী প্রতিষ্ঠান ইএসসিবি এর আবাসিক ক্যাম্পাসেই তিন সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হয় বিপিপির এর ৩য় ব্যাচের এই প্রশিক্ষণ।
সমাপনী দিনে যথাক্রমে বেলা ১ ঘটিকায় সনদ বিতরনী অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর রেক্টর ও সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিপিপিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত সচিব এস এম মঈন উদ্দীন আহমেদ। আরো উপস্থিত ছিলেন বিপিপিএ এর পরিচালক, উপ সচিব মোহাম্মদ রেফাত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসসিবি এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ও প্রশিক্ষণ কোর্সটির কো- অর্ডিনেটর ড: তাওহীদ হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে বিপিপিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহমেদ বলেন, ‘সরকারের প্রতিটি অর্থ ব্যায়ে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, তাহলে সুশাসন নিশ্চিত হবে’।
আইএমইডি এর বিপিপিএ আয়োজিত এই প্রশিক্ষণটি সারা দেশেই প্রকিউরমেন্ট এর উপরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ এবং সারা দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।