ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ মে) বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ব মিডিয়ার সম্পাদক ও প্রকাশক সিনিয়ার সাংবাদিক মোঃ আবদুল খালেক লাভলুকে সভাপতি ও সময় টিভির জেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদকে সাধারন সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কমিটি ঘোষণা করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা চ্যানেল আই’র জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের শিফট ইনচার্জ মো. আব্দুল বাছেদ আকন এবং দৈনিক সমাজ বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক সোহাগ ইউনুস।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সলিম গাজী, সহ সভাপতি দৈনিক জনতার আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের এম এ আজিম ও এটিএন নিউজের গাজী শাহীন, কোষাধ্যক্ষ পদে আল আমিন রাজু (বার্তা২৪.কম), সাংগঠনিক সম্পাদক পদে মো: মিরন আহমেদ (এনটিভি), দফতর সম্পাদক এম সোলায়মান (দৈনিক রূপালী বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ বিশ্বাস (এটিএন নিউজ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আহমেদ ফেরদাউস খান ( প্রতিদিনের বাংলাদেশ), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হোসেন প্রিন্স (এনটিভি), জনকল্যাণ সম্পাদক নাসির আহমেদ (বিটিভি), নারী বিষয়ক সম্পাদক রুকাইয়া নাজরিন তাহরা (দৈনিক বাংলাদেশের আলো) নির্বাচিত হন।
সমিতির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফাহিম মোনায়েম (বৈখাখী টিভি), এম. সুজন আকন (এখন টিভি), শাহাদাত হোসেন বাবুল ( ফটো সাংবাদিক), তাওহীদুল ইসলাম (নিউজ২৪ টেলিভিশন) এবং কবিরুল ইসলাম (কালবেলা)।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বুধবার ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ। ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকাস্থ বরগুনা সাংবাদিক সমিতির নেতৃত্বে লাভলু-তৌফিক
2 Mins Read২ Views