নিশান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (JUCC) আয়োজন করছে বছরের সবচেয়ে বড় ইভেন্ট— “SR Dream IT প্রেজেন্টস JUCC Inspire 2025: The Innovation Competition”। এই প্রতিযোগিতা সৃজনশীল এবং উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা প্রকাশের এক বিশাল মঞ্চ। এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ থেকে ৫৩তম ব্যাচের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। প্রতিটি দল গঠন করা যাবে একই ব্যাচের তিনজন সদস্য নিয়ে। অনুষ্ঠানটি তিনটি পর্বে ভাগ করা হয়েছে।
অনলাইলে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এবং আইডিয়া জমাদানের শেষ সময় ১৯ জানুয়ারি ২০২৫। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১৩ জানুয়ারি ২০২৫ জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে। দ্বিতীয় পর্ব থাকছে Vision in Focus। অনলাইনে আবেদন শুরু হবে ২২ জানুয়ারি ২০২৫ এবং জমাদানের শেষ সময় ২৬ জানুয়ারি ২০২৫।
চূড়ান্ত পর্ব থাকছে The Pinnacle Pitch। আগমী ১ ফেব্রুয়ারি ২০২৫, শিক্ষার্থীরা ওয়াজেদ মিয়া সায়েন্স রিসার্চ সেন্টার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে স্বশরীরে আবেদন করতে পারবে।
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। মোট পুরস্কারের পরিমাণ: ২৫,০০০ টাকা। এছাড়া, প্রত্যেক অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবেন। ফাইনালিস্টদের জন্য গিফট হ্যাম্পার, নগদ পুরস্কার ও সনদপত্র।
আগ্রহীরা নিবন্ধন করতে পারেন এই লিংকে:
https://forms.gle/Y7jxH5Kw2dZL7Qox7