মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ, (খাগড়াছড়ি ) : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বৈসু, সাংগ্রাই, বিঝু (বৈসাবি) ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল ২০২৫) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র্যালির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের প্রতিনিধি ও সামরিক-বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ স্বাগত বক্তব্য দেন ।
বর্ণাঢ্য র্যালিতে পার্বত্য জেলার ত্রিপুরা, চাকমা, মারমা সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালি সম্প্রদায়ের মানুষরাও অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে র্যালিতে অংশ নেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গরয়া নৃত্যসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়।