ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মোঃ হারুন রশিদের পিতা মোঃ এলাইছ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে এলাইছ মিয়ার আকষ্মিক শারীরিক অসুস্থতা দেখা দিলে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে অবস্থার আরও অবনতি হলে দ্রুত সিলেট শহরের একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর।তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, এলাইছ মিয়ার মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে ওসমানীনগর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।মরহুমের জানাজা আজ বুধবার বাদ জোহর তাজপুর কদমতলা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ। ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ওসমানীনগর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদকের পিতার মৃত্যু
1 Min Read৪ Views

