অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে সাবেক এমপি ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি বলেছেন, ইউনূস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারও দরকার নেই, এই লোকটিই যথেষ্ট। শুক্রবার (০৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে প্রেস সচিবের ছবি যুক্ত করে গোলাম মাওলা রনি বলেন, ছবির ভদ্রলোকের একটি নাম আছে। কিন্তু তার নামের সঙ্গে হাল আমলে এমন এক উপাধি যুক্ত হয়েছে, যা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মন মস্তিষ্কে কিয়ামত পর্যন্ত ঘুরপাক খাবে। এই ধরনের লোকদের সম্পর্কে আমি সাধারণত কথা বলি না। কিন্ত রাষ্ট্রের হয়ে তিনি এমন কিছু করছেন এবং এমন কিছু বলছেন; যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফরজে আইন। আর তাই একটি টেলিভিশন টকশোতে বলেছিলাম – ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই, এই লোকটিই যথেষ্ট!
সাবেক এই এমপি আরও বলেন, মব নিয়ে কথা বলতে গিয়ে আমি বলেছি- নূর হোসেন এরশাদ জমানায় মবের শিকার হয়ে শহীদ হয়েছেন। মব যার ইংরেজি নাম ‘জঙ্গল জাস্টিস’- তা কেবল জনগণ করে না, রাষ্ট্রীয় বাহিনীও করে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ। ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ইউনূস সরকারকে ডুবানোর জন্য এই লোকটিই যথেষ্ট
1 Min Read৬৪৮ Views