দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা ও বরেণ্য আলোকচিত্র সাংবাদিক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ-কে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করবে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন। আগামী ২০ জুলাই ২০২৫, রবিবার বিকাল ৫টায় কুয়াকাটা খান প্যালেস অডিটোরিয়ামে পর্যটন উৎসব, “পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা, তথ্য চিত্র প্রদর্শনী, ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের হাতে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে। ট্যুরিজম শিল্পসহ বিভিন্ন অঙ্গনে অসামান্য অবদানের জন্য কুয়া কুয়াকাটা গেস্ট হাউজ এর কর্ণধার এম এ মোতালেব শরীফ, হোটেল খান প্যালেস এর চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম খান, হোটেল গ্রেবার ইন এর ম্যানেজিং ডিরেক্টর শেখ মোগলজান রহমান মিঠু, হোটেল মোহনা ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান, কুয়াকাটা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট কলিম মাহমুদ, বনরূপা কুয়াকাটা হোটেলের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রুবায়েদ হোসেন, হোটেল প্রেসিডেন্ট পার্ক এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুক, যুগান্তর বরিশাল ব্যুরো চীফ, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট বরিশাল আক্তার ফারুক শাহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ লিয়াকত আলী, বিশিষ্ট সঙ্গীত পরিচালক কাজী ফারুক বাবুলসহ বিশিষ্ট ব্যক্তিত্বদের ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। প্রধান আলোচক এর আসন অলংকৃত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মোঃ জাবের, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক আলহাজ্ব মোঃ নুরুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, একুশে পদক বিজয়ী বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, কক্সবাজার হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী মুকিম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জামিউর রহমান লেমন। সভাপতিত্ব করবেন গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব, দৈনিক গণকণ্ঠ’র নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বুধবার ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ। ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজীবন সম্মাননায় ফেরদৌস আরা ও নুরুদ্দিন আহমেদ
2 Mins Read২ Views