গতকাল বৃহস্পতিবার ঢাকা সমাজসেবা অফিদফতর এর শহর সমাজসেবা কার্যালয়-১ আয়োাজনে কিংস প্যালেস চাইনিজ রেস্টুরেন্ট শহর সমাজসেবা কার্যালয়-১, ঢাকা কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম সমূহ জোরদার করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বক্তব্য রাখেন সমাজসেবা অফিদফতবের উপপরিচালক (ইউসিডি) মোহাম্মদ নাসির উদ্দিন , সমাজসেবা অফিদফতবের সহকারী পরিচালক (ইউসিডি) মোঃ মোস্তাফিজুর রহমান , শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজ কর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাহমিনা ইসলাম এবং দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার নির্বাহী সম্পাদক ও নাছিমা এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান এহছান খান পাঠান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়-১ এর সমন্বয় পরিষদের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন কাজল, সমাজসেবা অফিসার (ইউসিডি-৫) মো: জহির উদ্দিন , সমাজসেবা অফিসার (ইউসিডি-৩) মো: সালাহউদ্দিন , সমাজসেবা অফিসার (ইউসিডি-৪) শাহিনা আক্তার সুইটি, তেজগাঁও থানা পল্লী উন্নয়ন অফিসার ফারসিন সুলতানা , কোতোয়ালি থানা যুব উন্নয়ন অফিসার কাজী বন্যা আহমেদ , শ্যামপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শাপলা খাতুন সহ অন্যরা।
সমাজসেবা অফিদফতবের সহকারী পরিচালক (ইউসিডি) মোঃ মোস্তাফিজুর রহমান এর আলোচনা ছিলো দক্ষতা উন্নয়ন নিয়ে সমাজসেবা অফিদফতবের সমন্বিত পরিকল্পনা। সমাজসেবা অফিদফতবের উপপরিচালক (ইউসিডি) মোহাম্মদ নাসির উদ্দিন এর আলোচনা ছিলো সমাজসেবা অফিদফতবের সার্বিক কর্মকান্ড নিয়ে। শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ম্যাডাম এর আলোচনা ছিলো পড়াশোনার সমাজকল্যাণ আর সমাজসেবা অফিসের উদ্যোগের প্রাসঙ্গিকতা নিয়ে।
উপপরিচালক (ইউসিডি) মোহাম্মদ নাসির উদ্দিন তার বক্তব্যে বললেন , সমাজকল্যাণ মন্ত্রনালয় কাজ করে জন্ম থেকে মৃত্যু অবধি। তিনি আরো বলেন “আয় করে দায় শোধ ” মানে আপনি সম্পূর্ণ সুদমুক্ত ঋণ নিয়ে ব্যবসা শুরু করবেন, দুই মাস ব্যবসা করার পর তৃতীয় মাস থেকে আয়ের বা লভ্যাংশের টাকা দিয়ে দায় বা ঋণ শোধ করতে পারবেন। দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার নির্বাহী সম্পাদক এহছান খান পাঠান বলেন, সার্বিক আলোচনায় আমার কাছে মনে হয়ে সমাজসেবা অধিদফতরেে নানামূখী পদক্ষেপে সম্পৃক্ততা বাড়ালে জনগণ আরো বেশি উপকৃত হবে।
উল্লেখ্য, ঢাকা সমাজসেবা অফিদফতর কর্তৃক পরিচালিত শহর সমাজসেবা কার্যালয়-১ আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসেবে শুরু করে বর্তমান পর্যন্ত সুনামের সাথে অত্র এলাকার মানুষের সার্বিক উন্নয়নের জন্য ভুমিকা রেখে চলেছে। ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: রকনুল হক এর নির্দেশনায় শহর সমাজসেবা কার্যালয়-১ এর সমাজসেবা অফিসার মোঃ নুর ইসলাম এর নেতৃত্বে মাত্র ৮ সদস্যের একটি ক্ষুদ্র টিম বেশ দক্ষতার সাথে অফিদফতর কর্তৃক নির্দেশিত কর্মসম্পাদনে নজর কেড়েছেন স্থানীয়দের। এলাকায় কর্মরত সকল স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত উন্নয়ন কর্মকান্ডের সমন্বয় সাধনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন মোঃ নুর ইসলাম। শহর সমাজসেবা কার্যালয়-১, ঢাকা সুদমুক্ত ঋণ বিতরন ও আদায় কার্যক্রমে এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে। এ পর্যন্ত শহর সমাজসেবা কার্যালয়-১ এর ঘূর্নায়মান তহবিলে এক কোটি চার লক্ষ ছাপ্পান্ন হাজার পঞ্চাশ টাকা বিনিয়োগ করেছে। এতে উপকারভোগী হলেন ৫০২ জন (১০০ জন পুরুষ-ও মহিলা ৪০২ জন ) । অন্যদিকে পুনঃবিনিয়োগকৃত অর্থের পরিমান এক কোটি বিরাশি লক্ষ এক হাজার চারশত টাকা। উপকারভোগীর সংখ্যা ৭০০ জন (পুরুষ জন ৩০০ ও মহিলা ৪০০ জন ) । দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন বিনিয়োগের পরিমান ষোল লক্ষ একচল্লিশ হাজার টাকা। উপকারভোগীর সংখ্যা ১৭৯ জন ( পুরুষ ৯২ জন ও মহিলা ৮৭ জন )। এক্ষেত্রে পুনঃবিনিয়োগকৃত অর্থের পরিমান উনপঞ্চাশ লক্ষ পনেরো হাজার) টাকা। উপকারভোগীর সংখ্যা ১৯১ জন ( পুরুষ ১০৬ জন ও মহিলা ৭৯ জন )। মোঃ নুর ইসলাম এর মেয়াদকালে উক্ত সুদমুক্ত ঋণে একটি টাকাও অনাদায়ী নেই।
সেমিনারে শহর সমাজসেবা কার্যালয়-১ এর সমাজসেবা অফিসার মোঃ নুর ইসলাম উপস্থাপন করেন শহর সমাজসেবা কার্যালয়-১, ঢাকা কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম সমূহ সম্পর্কে। মোঃ নুর ইসলাম এর বক্তব্য থেকে জানা যায়, ২৪৯/৪, দক্ষিনযাত্রবাড়ী, ঢাকা অফিস থেকে পরিচালনা করে চলেছেন তার কার্য এলাকা আওতাধীন ৬টি থানার কার্ঙক্রম। থানা ৬টি হলো ওয়ারী, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, গেন্ডারিয়া ও সুত্রাপুর। উল্লেখ্য, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ড , ওয়ার্ড নং- ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ,৪৬ ,৪৭ ,৪৮ ,৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪) শহর সমাজসেবা কার্যালয়-১ এর আওতাধীন। সমন্বয় পরিষদের ৫৭ জন আজীবন সদস্য, ১৮৮ জন সংস্থার প্রতিনিধি , ২৪৩ জন সাধারন সদস্য , ১৫ জন কার্যনির্বাহী পরিষদের সদস্যকে নিয়ে স্থানীয় সম্পদ আহরণ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও অন্যান্য উৎস হতে প্রাপ্ত অর্থের মাধ্যমে এলাকার আর্থ-সামজিক উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে শহর সমাজসেবা কার্যালয়-১। তার কার্য এলাকায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যা প্রায় ৪৫০ টি। যার মধ্যে প্রায় ১০০টি সংগঠন কার্যক্রম চলমান আছে।
শহর সমাজসেবা কার্যালয়-১ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতার ৪১৪৪ জনকে মাসিক ৬০০ টাকা করে বয়ষ্ক ভাতা প্রদান করেছে । ৩৪৩০ জনকে মাসিক ৮৫০টাকা করে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান করেছে । প্রাথমিক স্তরে ৭৫০টাকা , মাধ্যমিক স্তরে মাসিক ৮০০টাকা , উচ্চমাধ্যামিক স্তরে ১০০০/টাকা এবং উচ্চতর স্তরে মাসিক১৩০০টাকা করে ১১১ জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে , মাসিক ৫০০টাকা করে অনগ্রসর জনগোষ্ঠীর ২০৪ জন বিশেষভাতা প্রদান করেছেএবং মাসিক ৬০০টাকা করে হিজড়া সম্প্রদায়ের ৪২ জনকে ভাতা প্রদান। ৯টি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারী এতিমখানার মোট ৩০৭ জন এতিম নিবাসীকে মাসিক ২,০০০/- টাকা করেব ছরে ৭৩,৬৮,০০০/- (তিয়াত্তরলক্ষআটষট্টিহাজার) টাকা ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করেছেন। শহর সমাজসেবা কার্যালয়-১, ঢাকা প্রায় ৪,০০০ জন ব্যক্তির প্রতিবন্ধী পরিচয়পত্র প্রিন্টসম্পন্ন করেছে ।
দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে শহর সমাজসেবা কার্যালয়-১, এর অধীনে সমন্বয় পরিষদ কর্তৃক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া এ ২টি ট্রেড চালু রয়েছে। বর্তমান সেশনে ৩১ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষন গ্রহন করছে। ২০১৬ সালে কারিগরি বোর্ড হতে অনুমোদন নেয়ার পর ৪৭৫ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষন প্রাদন করেছে। যার মধ্যে ৪৪৪ জনকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ২১ জনকে সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, ১০ জনকে সেলাই প্রশিক্ষন দেয়া হয়।
শিশুদের জন্য শহর সমাজসেবা কার্যালয়-১ সাধারনত কি কি কাজ করে থাকে এমন প্রশ্নের উত্তরে মোঃ নুর ইসলাম জানান, ডাইভার্সন/বিকল্পপন্থা প্রবেশনপ্রাপ্ত শিশুকে কেস ম্যানেজমেন্ট এর মাধ্যামে সহায়তা প্রদান, কাউন্সিলিং/প্যারাকাউন্সিলিং সেবাপ্রদান, রেফারেন্স/লিংকেজ সার্ভিস এর মাধ্যমে প্রয়োজনীয় সেবাপ্রদান, শিশুকে পরিবারে/সমাজে পুন:একত্রীকরন,পিতৃ-মাতৃহীন/সুবিধাবঞ্চিত/আইনের সংস্পর্শে আসা/সংঘাতে জড়িত শিশুদের কেস ম্যানেজমেন্ট, আর্থিক সহায়তায় ভাতা// ত্রান/ভাতা//এককালীনসহায়তা//বিভিন্ন ধরনের উপকরন পেতে সহায়তা, মাসিক কেস কনফারেন্স মিটিং আয়োজনে সহায়তা প্রদান, রিসোর্স ডিরেক্টরি প্রস্তুত /উন্নয়ন , বাল্য বিবাহ বন্ধ/বন্ধে সহায়তা প্রদান , (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিষ্ঠানেপুর্নবাসন, জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র এর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আবাসিক ব্যবস্থাসহ ভর্তি, বিভাগীয়বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও সমাজকল্যাণ সংস্থা এর অধিনস্ত বিদ্যালয়ে ভর্তি, সিসিটির মাধ্যমে অর্থ সহায়তা , জন্ম নিবন্ধনের জন্য লিংকেজ, কোভিড-১৯ এর প্রচার, ১০৯৮ এর প্রচারনাসহ নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে।