শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ-৪ (সদর বিশ্বম্ভরপুর) আসনে নৌকাকে বিজয়ী করে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। তিনি বলেন, বিগত দশ বছর পর জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাবাসীকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। যোগ্য ও বিচক্ষণ ব্যক্তি ড. সাদিককে নৌকা প্রতীক দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। আমরা ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করে সুনামগঞ্জ-৪ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।
সোমবার (১৮ ডিসেম্বর) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত মহিলা সমাবেশে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়মের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নোমান বখত পলিন আরো বলেন, আপনারা জানেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হওয়ার পরে আপনাদের কথা দিয়েছিলাম সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একজন প্রার্থী নিয়ে আসবো। ইনশাআল্লাহ আমরা নৌকা প্রতীকের একজন প্রার্থী পেয়েছি। এই আসনটি আওয়ামী লীগের আসন, তা আগামী ৭ জানুয়ারি আপনারা ভোটের মাধ্যমে প্রমাণ করবেন।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, বিশ্বম্ভপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক দিলিপ বর্মন, সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ূন কবির মৃধা প্রমুখ।