শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সংবাদপত্র হকার্সদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৮ টায় শহরের পৌরবিপণিস্থ সংগঠনের কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশীদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি আল হেলাল, জসীম উদ্দিন, সদস্য মাসুম হেলাল, সেলিম আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক ঝুনু চৌধুরী, মাসুক মিয়া, শাহজাহান চৌধুরী, হাসান চৌধুরী, আব্দুস সালাম, একে কুদরত পাশা, শামসুল কাদির মিছবাহ, আমিনুল হক, দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, নজরুল ইসলাম, কর্ণ বাবু দাস, ফুয়াদ মনি, সমাজকর্মী নুরুল হাসান আতাহের প্রমুখ।