যেকোনো ধরনের নির্বাচনী সংঘাত ও সহিংতা রোধে সারা দেশের মতো সিলেটেও বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে সিলেট বিভাগের ১৯টি আসনে মোট ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তার মধ্যে সিলেট জেলার ছয়টি আসনে মোতায়েন করা হয়েছে ২৯ প্লাটুন বিজিবি। যেকোনো সহিংস পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে বলে সিলেট বিজিবি সূত্রে জানা যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট বিভাগের চার জেলায় মোতায়েন করা হয়েছে মোট ৮৯ প্লাটুন বিজিবি।সিলেট বিভাগের মধ্যে সিলেট মহানগরসহ পুরো জেলায় মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি সদস্য। এছাড়া সুনামগঞ্জে ১৯ প্লাটুন, মৌলভীবাজারে ২৩ প্লাটুন ও হবিগঞ্জে ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। প্রতি প্লাটুনে ২০ জন বিজিবি সদস্য থাকেন বলে জানা যায়।
উল্লেখ্য, শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সিলেটসহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।