শিব্বির আহমদ (সিলেট):
আগামী ২০ ডিসেম্বর সিলেট আসছেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার এই সফরকে ঘিরে পুরো সিলেট নগরীর এখন নতুন সাজে সাজতে শুরু করেছে। নগরীর বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও রাস্তা সংস্কার করা হচ্ছে।
সিলেট থেকে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এই সিলেট সফরকে ঘিরে কর্মব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। গোটা সিলেট নগরীকে ‘পাল্টে দিতে’ কাজ করছেন তারা।
সিলেট নগরীর বিভিন্ন সড়কে লাগছে সংস্কারের ছোঁয়া। যেসব সড়ক বছরের পর বছর বেহাল ছিল, সেগুলো এখন নতুন রূপ পাচ্ছে। বিশেষ করে নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবী বাজার, লামাবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, দরগাহ গেট, আম্বরখানা, বিমানবন্দর সড়ক প্রভৃতি সংস্কার সাধন করা হচ্ছে।
এদিকে চৌহাট্রাস্থ গোলচত্বরে লেগেছে সৌন্দর্যের ছোঁয়া। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা চত্বর এখন নান্দনিক রূপ পেয়েছে।
প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠও সংস্কার করা হয়েছে। এর আশপাশের এলাকায়ও লেগেছে সৌন্দর্যের ছোঁয়া।