সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার পরে সালথা থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সিনিয়র সাংবাদিক শাহজাহান, আবু নাছের হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, আজিজুর রহমান, মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক লিয়াকত হোসেন, মোশাররফ হোসেন, বিধান মন্ডল, শরিফুল হাসান, আকাশ সাহা, আবুল বাসার প্রমুখ।
এসময় নবাগত ওসি সালথায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে নবাগত ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম গাজীপুরের কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন।