জাকির হোসেন( সালথা , ফরিদপুর) :
ফরিদপুর জেলার সালথায় ফসলি জমি থেকে অবৈধভাবে বেকু দিয়ে মাটি উত্তোলন করায় মো. হুমায়ূন মোল্যা (৪৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে এই অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত হুমায়ূন ওই গ্রামের আবু তালেপ মোল্যার ছেলে।
অভিযানকালে সালথা থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সালথার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, ফসলি জমি হতে মাটি কাটার খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।