নিশান খান, জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ সেশনের (৫৩ ব্যাচ) প্রবেশিকা অনুষ্ঠান শেষে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একটি অংশের ( মুখপাত্র – মেঘ ) পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা থাকলেও অনুষ্ঠানটি স্থগিত করে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র। এর প্রতিবাদে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার ঘোষণা দেয় সংঘটনটির মুখপাত্র মাহফুজ ইসলাম মেঘ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান তিনি। এক লিখিত বিবৃতিতে তারা জানান, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। কিন্তু একটি মহলের আপত্তির মুখে প্রথমে স্থগিত করা। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পূর্ব নির্ধারিত সাংস্কৃতিক আয়োজন ভণ্ডুল করার চেষ্টাকে তারা সংস্কৃতির ওপর আঘাত হিসেবে দেখছে। তবে সাংস্কৃতিক জোট জানিয়েছে, তারা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াকু ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এ কারণে পূর্ব নির্ধারিত প্রবেশিকা অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনটি আরও বড় পরিসরে ও জাঁকজমকপূর্ণভাবে আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় সেলিম আল দিন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে জাবি সাংস্কৃতিক জোটের মুখপাত্র মাহফুজুল ইসলাম মেঘ বলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সংস্কৃতির কেন্দ্র হিসেবে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সাংস্কৃতিক চর্চার বাধার সম্মুখীন হইনি কিন্তু এই সময়েও এসেও একটি অবাঞ্চিত সাংস্কৃতিক জোট (ফাইজা ও অলিভ) সাংস্কৃতিক আয়োজন বন্ধ করায় হীন প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। মেঘ আরো বলেন, যেহেতু প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয় সাংস্কৃতিক পরিচালনা করার জন্য কিন্তু আমরা আশংকা করছি, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র আমাদেরকে জানান, আমরা অনুষ্ঠান করতে পারি তবে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট নাম পরিবর্তন করে। এর প্রতিবাদে আমরা তাদেরকে প্রশ্ন ছুড়ে দেই, আমরা সাংস্কৃতিক জোটের ব্যানারে প্রোগ্রাম পরিচালনা করছি এই ব্যানারের নাম কেনো পরিবর্তন করব? এই প্রশ্নের জবাবে, তারা কোন সদুত্তর দিতে পারেনি।
ব্যয়ভার বহনের বিষয়ে তারা জানান, এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য কিছু ব্যয়ভার প্রশাসন বহন করার কথা থাকলেও যেহেতু প্রশাসন প্রোগামে বাধা দিয়েছে তাই আমরা সমস্ত ব্যয়ভার নিজেরা বহন করবো প্রশাসন থেকে দিতে চাইলেও নিবো না।
এই বিষয়ে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দিন মুঠোফোনে বলেন যে, আমরা যেহেতু একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কল্যাণ ও পরামর্শদানে কাজ করে থাকি, আমাদের কাছে সকল শিক্ষার্থীই সমান, আমরা তাদের নিজস্ব ‘সাংস্কৃতিক জোট’ নামক ব্যানার সরিয়ে প্রোগ্রাম করতে বলেছিলাম কিন্তু তারা রাজি হয়নি। তিবে আমাদের জুলাই আন্দোলন নিয়ে ডকুমেন্টারি ও সিনেমা যথারীতি প্রচার করা হবে। অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মাহফুজুল ইসলাম মেঘ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বুধবার ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ। ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক সন্ধ্যা
Updated:2 Mins Read৪৬৮ Views