নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, সকলের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমেই শেয়ারবাজারের উন্নয়ন ও সংস্কার সম্ভব। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সিকিউরিটিজ ভবনে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) শীর্ষ প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। বিএসইসির নির্বাহী ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি চেয়ারম্যান দেশের শেয়ারবাজারের সাথে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে শেয়ারবাজারের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় ও যথাযথ ভূমিকা রাখার আহবান জানান।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, একটি সমৃদ্ধ ও সফল শেয়ারবাজার গড়তে হলে বিএসইসির সাথে সাথে শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত সকল অংশীজন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এবং সকলের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমেই শেয়ারবাজারের উন্নয়ন ও সংস্কার সম্ভব। তিনি বলেন, শেয়ারবাজারের সংস্কারের নিমিত্ত বিএসইসি টাস্কফোর্স গঠন করেছে এবং উক্ত টাস্কফোর্স ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
সভায় ডিবিএ এর শীর্ষ প্রতিনিধিবৃন্দ দেশের শেয়ারবাজারের সার্বিংক উন্নয়ন ও সংস্কার সংক্রান্ত বিষয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। এসময় দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমাধানের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। মত বিনিময় সভায় সমন্বিত গ্রাহক হিসাব (বিবিএ) এর রিপোর্টিং ও সিসিএ হতে প্রাপ্ত মুনাফাসহ অন্যান্য বিষয়ে সংস্কার প্রস্তাব, শেয়ারবাজারের রেগুলেটরি কাঠামোর সংস্কার ও উন্নয়ন, শেয়ারবাজারের যথাযথ মনিটরিং ও সুশাসন নিশ্চিতকরণ, আইপিও প্রকিয়ার প্রয়োজনীয় সংস্কার আনয়ন, শেয়ারবাজারে সমন্বিত ব্যাক অফিস সফটওয়্যার চালুর উদ্যোগ বাস্তবায়ন, শেয়ারবাজারে সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিতসহ গুরুত্বপূর্ণ মূল্য সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণ, মার্জিন লোনের সুদহার সংশ্লিষ্ট সংস্কারের উদ্যোগ গ্রহণ, শেয়ারবাজারে আরোপিত কর নীতিসম্পৃক্ত সংস্কারের জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এবং শেয়ারবাজারে বিনিয়োগ উপযোগী পরিবেশ সৃষ্টি ইত্যাদি বিভিন্ন প্রস্তাবনা উঠে এসেছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সোমবার ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ। ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সকলের সহযোগিতায় শেয়ারবাজারের উন্নয়ন ও সংস্কার সম্ভব
2 Mins Read৩ Views