শরণখোলায় স্থাপন করা হয়েছে এগ্রি-অটোমেটিক ওয়েদার ষ্টেশন

শরণখোলায় স্থাপন করা হয়েছে এগ্রি-অটোমেটিক ওয়েদার ষ্টেশন

সঞ্জয় কুলু (শরণখোলা,বাগেরহাট) :
বাগেরহাটের শরণখোলা উপজেলা কৃষি অফিস চত্তরে বসানো হয়েছে এগ্রি-অটোমেটিক ওয়েদার ষ্টেশন। এ বিষয়ে ”স্ট্রেংদেনিং ফোরকাস্ট-বেজড আর্লি একশনস ইন সাইক্লোন প্রোন কোস্টাল রিজিওনস ইন বাংলাদেশ (স্টেপ) প্রকল্পের আয়োজনে জন-প্রতিনিধিদের নিয়ে ঘূর্ণিঝড় পূর্বাভাস ও সতর্কতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বুধবার ২৭ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা আ.লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, ইউনাইটেড পারপাসের প্রজেক্ট ম্যানেজার মাহমুদ মিনার ও রাইমস এর কারিগরি কর্মকর্তা সাইয়েদা সাবরিনা সুলতানা। কর্মশালায় আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতা বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। কর্মশালা শেষে আবহাওয়ার উপরে সংক্ষিপ্ত মহড়া অনুষ্ঠিত হয় ।

Share This Post