মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আহ্বানে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তারা বঙ্গভবনে উপস্থিত হন। জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মাদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ। ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে জামায়াত নেতারা
1 Min Read১৩ Views