বাংলাদেশ ব্যাংক-জাগ্রত সংশপ্তক
মোঃ রায়হান পারভেজ
একাত্তরের ডিসেম্বরে হলো শুরু এক যাত্রা
সেই যাত্রা দিনে দিনে পেলো নতুন মাত্রা
বায়াত্তরের আদেশে তার হলো যে প্রতিষ্ঠা
আর্থিক খাত উন্নয়নে পণ ধারণ করে নিষ্ঠা
এই প্রতিষ্ঠান চালু করে যায় সঠিক মুদ্রানীতি
অর্থনীতির চাকা পায় তাতেই অনেক গতি
এই প্রতিষ্ঠান ছাপিয়ে যায় অনেক রকম মুদ্রা
লেনদেন সহজের কাজে যেনো নেই তার নিদ্রা
বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষণে নেই কো তার জুড়ি
জরুরি ব্যয় মিটিয়ে ফেলে উড়িয়ে মেরে তুড়ি
এই প্রতিষ্ঠান উন্নয়নে সরকারের এক মিত্র
নানা উপদেশে করে সমৃদ্ধ অর্থনীতির চিত্র
সকল ব্যাংক সব বিপদে ভরসা মানে তাকে
তহবিল ও ঋণ সংকটে বলে দেয়া যায় যাকে
এই প্রতিষ্ঠান করে তৈরি অনেক কর্মের পথ
হাজার তরুণ কন্ঠে তোলে দেশ গড়ার শপথ
কৃষিখাত ও শিল্পায়নে তার ভূমিকা অনন্য
সমস্বরে সবাই বলে ধন্য তুমি ধন্য
এই প্রতিষ্ঠান সৃষ্টি করে হরেক রকম গবেষণা
উদ্যোক্তাগণ যেনো ফিরে পায় মনোবল আর প্রেষণা
মুদ্রাবাজারকে দিয়ে যায় সে নতুন সূর্যের আলো
সকল প্রকার রীতিনীতি হয় তার ছোঁয়াতেই ভালো
বাংলাদেশ ব্যাংক অর্থনীতির জাগ্রত সংশপ্তক
উন্নত বাংলাদেশের স্বপ্নটা সত্যি এবার হোক।।