বিনোদন ডেস্ক
অপেক্ষার পালা শেষে ‘রঙিলা কিতাব’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। অনম বিশ্বাস নির্মিত এ সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ৮ নভেম্বর। ‘হইচই’র সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় এটির মুক্তির তারিখ। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজ নুর ইমরান। পোস্টারটিতেও দেখা মিলেছে তাদের দুজনের। নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সাথে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেনো খুঁজছেন আশ্রয়। ‘রঙিলা কিতাব’র অফিসিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর। কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।
এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরীমনি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। পরী বলেন, “প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্যে সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে ‘হইচই’র কারণে। শুটের শুরুর দিন থেকেই আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সকল সদস্যের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব সহযোগিতা করেছেন। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি।’
অভিনেতা মোস্তাফিজ নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব’র জন্য আমরা সবাই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বচ্চোটা দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষাতে আমরা।’
নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘মানুষের সাথে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা বুঝতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।’
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সোমবার ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ। ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
‘রঙিলা কিতাব’র মুক্তির তারিখ ঘোষণা
2 Mins Read৪৫ Views