আজ মিরপুর সার্ভিস সেলে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বীমা দাবির চেক হস্তান্তর এবং ব্যবসা পর্যালোচনা সভা আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশের বীমা খাতের উজ্জ্বল তারকা বি এম শওকত আলী। এছাড়া অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নের কৌশল নিয়ে মতবিনিময় করেন।