নুরুল করিম (মহেশখালী) :
কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে।
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি, উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সকাল আট ঘটিকায় মহেশখালী আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী রক্তিম সালাম অংশ গ্রহণ করে- বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিনুয়ারা ছৈয়দ, উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী। এ সময় মহেশখালী বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশন ভূমি তাজবীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবরঞ্জন দে, উপজেলা যুব উন্নয়ন অফিসার ছৈয়দুল হক, মহেশখালী থানার (ওসি তদন্ত) তাজউদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য ফিসারিস অফিসার মোহাম্মদ আলাউদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা এম আজিজুর রহমান, ডাঃ ফিরোজ খান, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ প্রমূখ
উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন উপজেলা প্রশাসন।