নুরুল করিম (মহেশখালী) :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা এলাকার ছাবেইক্যার ভাড়া বাসা থেকে অস্ত্রসহ আব্দুল গফুর (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
গ্রেফতার গফুর উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজোম পাড়া এলাকার ইউনুস প্রকাশ বার্মাইয়া ইউনুসের ছেলে।
৭ ই অক্টোবর দিবাগত রাত ২টার সময় এসআই আবু বক্করের নেতৃত্বে এসআই মহিউদ্দিন ভূঁইয়া, এএসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই ফিরোজ আলম ও রাত্রিকালীন মোবাইল ডিউটির অফিসার এসআই অপু দেসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে হেফাজত হতে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল গফুর একজন চিহ্নিত পেশাদার সন্ত্রাসী।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, পুলিশের টিম অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা গুলি’সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গণধর্ষণ, অস্ত্র, ডাকাতিসহ ১০টিরও অধিক মামলা রয়েছে।