গতকাল শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে দ্বীপজেলা নাগরিক ঐক্য ফোমের উদ্যোগে ভোলা জেলা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নূর মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, সাবেক এমপি ও ডাকসু এজিএস, হায়দার আলী লেলিন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ ঢাকা কেন্দ্রসহ ভোলা জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মোঃ মোস্তফা।
আলোচনা সভায় বক্তারা ভোলা জেলার বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোচনা করেন এবং দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের ১৩ দফা দাবি সংগঠনের পক্ষ থেকে তুলে ধরেন। পাশাপাশি এই ১৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সকল দাবির সাথ আমি একমত। এই দাবিগুলো ভোলাবাসীর প্রাণের দাবি এবং তাদের মৌলিক অধিকার। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে এই সকল দাবি পূরণ করার চেষ্টা করবো। বিশেষ অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, আমরা সকলে মিলে এই ভোলা জেলাকে একটি উন্নয়নশীল এলাকা হিসেবে গড়ে তুলবো এবং ভোলার গ্যাস ভোলায় রেখে শিল্পনগরী গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করবো এবং বেকারত্ব কমিয়ে আনবো।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ। ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
ভোলা জেলা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
1 Min Read১ Views