নিশান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, আমরা দেখেছি গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকেরা যানযটের কারণে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এ জন্য আজ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সহায়তায় সার্বিক ট্রাফিক সুশৃঙ্খলভাবে চলছে। আজকে কোনো যানযট নেই। একইসাথে ঢাকার আসাদগেট এলাকা থেকে প্রতি ঘন্টায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল পর্যন্ত ডাবল ডেকার বাস সার্ভিস রয়েছে। এ ব্যাপারে আমরা শতভাগ সফল।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত শিক্ষক) অধ্যাপক মো. আওলাদ হোসেন বলেন, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও কষ্ট লাঘব করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে কোন ধরণের ভাড়া চার্জ হবে না। প্রতি ঘন্টায় ঢাকার আসাদগেট থেকে বিশমাইল পর্যন্ত একটি দ্বিতলা বাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাস সার্ভিস চলতে থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম ও পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আওলাদ হোসেন সোমবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। প্রক্টর জানান, যানজট নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভোর থেকেই ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে। ক্যাম্পাসে মোটরসাইকেল আনার অনুমতি দেওয়া হচ্ছে না। গাড়ি বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করছে। আমাদের এ কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত চলমান থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
মঙ্গলবার ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ। ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ভর্তিচ্ছুদের নির্বিঘ্নে পৌঁছে দিতে জাবি’র বিশেষ বাস সার্ভিস
2 Mins Read৩৩ Views