মোজাম্মেল পাঠান ( সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ) :
ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে স্বামীর প্রহারে পাঁচ সন্তানের জননী তানিয়া বেগম (৩৫) এর মৃত্যু হয়েছে । মৃত তানিয়া নোয়াগাঁও ইউনিয়নের শেখবাড়ির মরহুম শেখ ইনু মিয়ার কনিষ্ঠ কন্যা। ঘাতক উজ্জ্বল মৈশান নোয়াগাঁও ইউনিয়নের মৈশানবাড়ির মোঃওলিউর রহমান মৈশানের ছেলে। তানিয়ার পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার গভীর রাতে নিহতের স্বামী উজ্জ্বল বেপরোয়া হয়ে তার স্ত্রীকে মারধর শুরু করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। সন্তানরা এলাকার মানুষের সাহায্য কামনা করলেও কেউ এগিয়ে না আসায় বড় মেয়ে ৯৯৯ কল করে তার মাকে বাঁচানোর আকুতি জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে প্রেরন করে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পালিয়ে গেছে।
আরো জানা গেছে ১৬ বছর আগে নোয়াগাঁও গ্রামের মৈশান বাড়ির উজ্জ্বলের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। উজ্বল বর্তমানে কালীকচ্ছের মনিরবাগে স্থায়ীভাবে বসবাস করে। বিয়ের পর থেকেই উজ্জ্বল তার স্ত্রীর উপর বিভিন্ন বায়না নিয়ে মারধোর করতো। এরই মধ্যে তানিয়ার কোলে একে একে ৫টি সন্তান জন্ম নেয়। ৩ ছেলে ও ২ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শত নির্যাতনে সহ্য করে স্বামীর সংসার করতে থাকে তানিয়া। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, বর্তমানে তানিয়ার লাশ ময়না তদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ। ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ব্রাহ্মণবাড়ীয়া সরাইলে গভীর রাতে স্বামীর হাতে স্ত্রী খুন
1 Min Read১০ Views