(মোজাম্মেল পাঠান (সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া) :
বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণ। ‘তিতাস একটি নদীর নাম’ তাঁর অতুলনীয় এক সাহিত্যকর্ম। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোকর্ণঘাটে তাঁর জন্মভিটা। তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়ার জন্য ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র।
অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে ২০২৩ সালের ২০-২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ‘অদ্বৈত গ্রন্থমেলা-২০২৩’। এরই ধারাবাহিকতায় আসছে ২০-২২ ফেব্রুয়ারি’ ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় অদ্বৈত গ্রন্থমেলা-২০২৪। মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন মহোদয়।
এবারের মেলায় বাংলাদেশ ও ভারতের প্রতিথযশা কবি-সাহিত্যিকদের সম্মিলন ঘটবে। মেলার তিনদিনেই অদ্বৈত মুক্তমঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সকল আবৃত্তি সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন পারফর্ম করবে। তিনদিনব্যাপী এই মেলায় বইপ্রেমী সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ ঘটবে।
মেলার সমাপনী দিন যথারীতি ঘোষণা করা হবে’ অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য পুরস্কার-২০২৪।