ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বুদ্ধিজীবী হত্যার প্রকৃত তদন্ত দাবি করে বলেছেন, ১৯৭১ এর ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যখন পুরোপুরি পর্যুদস্ত হয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে, ভারতীয় মিত্রবাহিনী যখন ঢাকার নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নিয়েছে তখন বাংলাদেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা কিভাবে গুম এবং হত্যার স্বীকার হলেন, তার প্রকৃত রহস্য এখনো পর্যন্ত দেশবাসীর সামনে উন্মোচিত হয়নি। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে ক্ষমতায় থাকা দলগুলো এ ঘটনার সঠিক তদন্তে কার্যকর কোন উদ্যোগ গ্রহন করেনি বরং একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ।
আজ ১৩ ডিসেম্বর, শুক্রবার, বিকেলে, পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি যুব নেতা মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারী জেনারেল মাওলানা মানসুর আহমাদ সাকী প্রমূখ।
তিনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চেতনায় নতুন উদ্যমে দেশবাসীকে এবারের বিজয় দিবস উদযাপনের আহ্বান জানান।
গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশব্যাপী সংগঠনের সকল শাখায় আলোচনা সভা ও বিজয় মিছিল যথাযথভাবে আয়োজন করতে গুরুত্বারোপ করেন।