দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ^কাপে গতকাল দোহার আল থুমামা স্টেডিয়ামে শেষ ষোরলর ম্যাচে জোড়া গোল করে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে ফ্রান্সের জয়লাভের পর এমবাপ্পে একথা বলেন। ওই জয়ে কাতার বিশ^কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
চার বছর আগে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ^কাপেও ফ্রান্সের শিরোপা জয়ে তারকা দ্যুতি ছড়িয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) এই স্ট্রাইকার। ২৩ বছর বয়সি এমবাপ্পে খেলা শেষে বলেন,‘ এই বিশ^কাপটি অবশ্যই আমার কাছে নেশার মতো। এটি হচ্ছে আমার কাছে স্বপ্নের টুর্নামেন্ট। মৌসুম জুড়েই আমি এই টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করেছি। শারিরিক ও মানষিকভাবে নিজেকে গড়ে তুলেছি। প্রস্তুত হয়েই আমি এখানে আসতে চেয়েছি এবং এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু আমরা যে লক্ষ্য স্থির করেছি সেখান থেকে এখনো অনেক দূরে রয়েছি।’
এখনো পর্যন্তু টুর্নামেন্টের ৪ ম্যাচ থেকে ৫ গোল করেছেন পিএসজির এই স্ট্রাইকার। এছাড়া ফ্রান্সের কোন খেলোয়াড় হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন তিনি। বিশ^কাপে এ পর্যন্ত সর্বমোট ১১ ম্যাচে অংশ নিয়ে ৯ গোল করেছেন এমবাপ্পে।
এই তালিকায় ১৩ গোল করে শুধুমাত্র ফন্টেইন রয়েছে তার উপরে। ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ^কাপে ফ্রান্সের হয়ে অবিশ^াস্য ওই সফলতা অর্জন করেছিলেন ফন্টেইন। অবশ্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কিংবা গোল্ডেন বুট জয়ের জন্য লালায়িত নয় বলে জানিয়েছেন এমবাপ্পে। তিনি বলেন,‘ আমার মুল লক্ষ্য বিশ^কাপের শিরোপা জয় করা। সেই লক্ষ্যে আপাতত কোয়ার্টার ফাইনালে জয়লাভ করা। এটাই আমার স্বপ্ন। আমি শুধুমাত্র গোল্ডেন বুট জয় করতে এখানে আসিনি। আমি এখানে এসেছি ফরাসি জাতীয় দলকে বিশ^কাপের শিরোপা জয়ে সহায়তা করতে।’
এর আগে অস্ট্রেলিয়া ও ডেনমার্কের বিপক্ষে দুই ম্যাচে সেরার পুরস্কার পাওয়ার পরও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন এড়িয়ে যাওয়ায় ফরাসি ফুটবল ফেডারেশনেকে জরিমানা করেছিল ফিফা। যে কারণে এই দফায় সাংবাদিকদের মুখোমুখি হন এমবাপ্পে। তিনি বলেন,‘ আমি গণমাধ্যমে কথা না বলায় অনেকেই বিষ্মিত হয়েছে। কিন্তু আসলে সাংবাদিকদের সঙ্গে আমার কোন ব্যক্তিগত সমস্যা নেই। আমি শুধু খেলার প্রতি মনোযোগী থাকতে চেয়েছি। আমি যখন কোন কিছুর প্রতি মনোযোগ দিই সেটি শতভাগ হতে হয়। অন্য কোন কিছুতে আমি শক্তিক্ষয় করতে চাইনি। ওই কারণে তখন আমি কোন কথা বলতে চাইনি। যখন জানতে পারলাম এ কারণে ফেডারেশনকে জরিমানা গুনতে হবে, তখন আমি ব্যক্তিগত ভাবে জরিমানার অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছি।’
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
মঙ্গলবার ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ। ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিশ্বকাপ যেন এমবাপ্পের নেশা
2 Mins Read০ Views