অনলাইনে সকল আর্থিক লেনদেন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ লিমিটেডের সাথে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি মধ্যে একটি সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (ডিসেম্বর ৩০,২০২৪) ঢাকার মোহাম্মদপুরের আদাবরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসএলকমার্জ এর পক্ষে গ্রুপ এডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এস এম ফিরোজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক (অব.), ই-কমার্স সার্ভিসের প্রধান মোঃ সাবির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু এবং হিসাব শাখার মোহাম্মদ শফিকুজ্জামান উপস্থিত ছিলেন। এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা নিমিষেই এসএসএলকমার্জ এর মার্চেন্ট পয়েন্ট বিকাশ, নগদ, উপায় এবং রকেট এর মাধ্যমে যেকোন স্থান থেকে যেকোনো সময়ে সহজেই সেমিস্টার ফি, রেজিষ্ট্রেশন ফি, পরীক্ষার ফি ও অন্যান্য সকল ফি অনলাইনে প্রদান করতে পারবেন। বিল পরিশোধ হয়ে গেলে শিক্ষার্থীরা কনফার্মেশন পাবেন এবং যে অ্যাপে বিল পরিশোধ করেছেন সেই অ্যাপেই বিলের ডিজিটাল রিসিভ দেখে নিতে পারবেন। চাইলে পরবর্তী বিল পেমেন্ট এর জন্য অ্যাকাউন্ট সেভ করেও রাখা যাবে। এ সময় উপস্থিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনকে ডিজিটালাইজেশনে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। তারা বলেন, চারটি প্রতিষ্ঠান এখানে কাজ করবে। যে যার সেবা প্রদানের পদ্ধতি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ। ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ ইউনিভার্সিটির সাথে এসএসএলকমার্জ এর চুক্তি স্বাক্ষরিত
2 Mins Read১ Views