বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও প্রথম অবৈতনিক উপাচার্য মরহুম কাজী আজহার আলী‘র ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শনস্বরুপ বিনামূল্যে রক্তের ৫টি টেস্টসহ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে অনুষ্ঠিত উক্ত রক্তদান কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলো থ্যালাসেমিয়া ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ ইউনিভার্সিটির ফামের্সি বিভাগ। আজ রোববার (১৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটির হল রুমে এ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউ’র রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.), ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু প্রমুখ। উদ্বোধনকালে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, রক্তদানের মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে মনের অজান্তেই এক মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে আমাদের উচিত একে অন্যকে রক্ত দেওয়া। রক্তদান কর্মসূচীতে মোট ৪০ ব্যাগ রক্ত সংগ্রহীত হয়। এর আগে আজ দুপুরে বাংলাদেশ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে মরহুম কাজী আজহার আলী’র ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন। এসময় তাঁরা শিক্ষাক্ষেত্রে তাঁর যে অনন্য অবদান তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বুধবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ। ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত
1 Min Read৪ Views