মমিন খা‘কে হত্যা করা হল প্রকাশ্য দিবালোকে। বিগত ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর বেলা ১০ টার দিকে ঘটনা ঘটে। এলাকাটি ফরিদপুর জেলার কোতয়ালী থানার আওতাধীন নর্থ চ্যানেল ৪২৩৮ দাগের সালাম খা’র ডাঙ্গী নূর আলী চৌকিদারের বাড়ীর পিছনে কোল পাড় বলে এজাহারে উল্লেখ রয়েছে। কোতয়ালী থানার মামলা নং- জি.আর- ৬৪১/২০১৯, ধারা-১৪৩/৩২৩/৩০২/৩৪/১১৪ পেনাল কোড। মামলার আসামী ১। জিন্দার খাঁ (৫৩) পিতা- ইনু খাঁ ২। মোতালেব খাঁ (২৮) পিতা- মৃত নোয়াই খাঁ ৩। আবুল খাঁ (২৫) পিতা জিন্দার খাঁ ৪। শাজা খাঁ (৫৫) পিতা- মৃত মেরু খাঁ ৫। সাগর খাঁ (২২) পিতা- জিন্দার খাঁ ৬। বান্না খাঁ (৪০) পিতা- কালাম খাঁ ৭। মাইনদ্দীন বিশ্বাস (৩৫) পিতা- মৃত জৈনদ্দীন বিশ্বাস ৮। রুবেল খাঁ (১৯) পিতা- জিন্দার খাঁ ৯। সেলিনা (২১) পিতা- জিন্দার খাঁ ১০। আমেনা বেগম (৪৫) স্বামী জিন্দার খাঁসহ অজ্ঞাত ৪/৫ জন।
উক্ত হত্যার ঘটনা ঘটার পরপরই লাশ মর্গে প্রেরনের সাথে সাথেই শুরু হয়ে যায় তদবির। উক্ত মমিন খাঁর খুনের ঘটনাকে ধামাচাপা দেয়ার প্রথম প্রচেষ্টাই শুরু হতে মমিন খার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনদেরকে বাদ দিয়ে এজাহারে বাদী করা হয় তার স্ত্রীর ভাইকে এবং হত্যাকে চাপা দেওয়ার জন্য ময়না তদন্তে হার্ট এ্যাটাক দেখানোর পায়তারা চলে। কার্যত মামলায় পুলিশের আইও’র সহযোগীতায় সেই প্রক্রিয়া চলতে থাকে অদৃশ্য লেনদেনের কারসাজিতে ময়না তদন্তে হত্যা হয়ে যায় হার্টএ্যাটাক। এই সুযোগ নিয়েই ১৬১ ধারার জবানবন্দী ব্যতিরেখেই তথ্যগত ভুলের কারন দেখিয়ে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে পুলিশ কর্তৃক ফাইনাল রিপোর্ট জমা দিলে বিজ্ঞ আদালতে উক্ত মামলাকে নথীভূক্ত করেন। কিন্তু প্রকৃত পক্ষে এটা যে হত্যাকান্ড এতে কোন সন্দেহ নেই।
সূত্রে জানা যায় আসামীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র সমর্থক। মামলার ২নং আসামী মোতালেব খাঁ বিএনপির অঙ্গসংগঠনের সদস্য। ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের পতনের পর থেকে মোতালেব খাঁ এলাকায় নিরীহ ব্যক্তিদের হুমকি, জমি দখল ইত্যাদি সহ ব্যাপক ত্রাসের রাজত্ব কায়েম করছে।
আমাদের প্রতিবেদক হত্যাকান্ডের বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পেরেছে যে, মমিন খাঁ’কে দলবদ্ধভাবে হত্যা করা হয়েছে এবং মামলার এজাহারে উল্লেখিত আসামীদের মধ্যে রুবেল, সেলিনা ও আমেনা জড়িত ছিলেন না। তবে নিশ্চিত হত্যার বিচার না হওয়া ও ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা এবং প্রকৃত আসামীদের আড়াল করা থেকে শাস্তির আওতায় আনা ও প্রকৃত অপরাধীদের শাস্তি বিধানের জন্য মামলাটি পিবিআই অথবা সিআইডিতে প্রেরন করে পূর্ণ তদন্ত পূর্বক অপরাধীদেরকে শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছে এলাকার সাধারন মানুষ। বিষয়টি নিয়ে আরও বিশদ বিবরন আগামীতে প্রকাশ করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
সোমবার ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ। ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ফরিদপুরে মমিন খা‘ হত্যা : হার্টএ্যাটাক দেখিয়ে মামলা নথি ভূক্ত
2 Mins Read০ Views