চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শুক্রবার (৩১ জানুয়ারী) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। বেলা ২টায় দ্বি-বার্ষিক সাধারণ সভা প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিটির সদস্য মুহাম্মদ ইউনূছ ও মোহাম্মদ কাউছার সিকদার।
এতে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ মাসুদ (দৈনিক নয়াদিগন্ত), সিনিয়র সহ-সভাপতি এসএম মোরশেদ মুন্না (দৈনিক পূর্বকোণ), সহ-সভাপতি মোঃ এমরান হোসেন ফরহাদ (দৈনিক পূর্বদেশ), সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক (দৈনিক আমারদেশ),
যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন (দৈনিক কালের কণ্ঠ), সহ-সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহান (দৈনিক দেশরুপান্তর), কোষাধ্যক্ষ আলমগীর নিশান (এশিয়ান টিভি), প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ (দৈনিক ভোরের ডাক), সমজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন (দৈনিক কালবেলা), সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী (দৈনিক সবুজ বাংলা), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামরুল হোসেন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), পাঠাগার সম্পাদক মোঃ নাজিম উদ্দীন শাহনেওয়াজ (দৈনিক মানবকণ্ঠ)। কার্যনির্বাহী সদস্যপদে মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী (দৈনিক কর্ণফুলী), জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন) ও মুহাম্মদ দৌলত শওকত (দৈনিক ভোরের কাগজ) নির্বাচিত হন।
পরে প্রধান উপদেষ্টা নির্বাচিত হন সদ্য বিদায়ী সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী (দৈনিক ইনকিলাব) ও পদাধিকার বলে কার্যনির্বাহী সদস্য মনোনীত হন বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধুরী (দৈনিক আমাদের সময়)। পরে নির্বাচন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী প্রধান উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ। ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ফটিকছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : মাসুদ সভাপতি, ঝিনুক সম্পাদক
2 Mins Read১৭ Views