গতকাল রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্টে “মায়ের কথা সাহিত্য পরিষদ” এর উদ্যোগে সুদূর বার্সেলোনা (স্পেন) প্রবাসী কবি ও সাহিত্যিক আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। সৈয়দ তৌফিক কামালের সভাপতিত্বে কবি ও সংগঠক সৈয়দ হাবিবা মুস্তারিন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞানী ও কবি জাহাঙ্গীর আলম রুস্তম, স্বপীল এর চেয়ারম্যান, ব্যাংকারও সংগঠক মন্জুরুল আলম টিপু, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির, সৈয়দ আপেল মাহমুদ, এসবি টিভির বিএম এরশাদ, ডাক্তার জাফর ইকবাল মিল্টন,, নাসরিন রিনা,মাটির সুরের কর্ণধার সারোয়ার মাহি, ইঞ্জিনিয়ার সৈয়দ সাইফুজ্জামান, কবি পারভিন, কবি কুতুব উদ্দিন প্রমুখ। কথা, গান ও কবিতার মধ্য দিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ্য হয়ে উঠে। প্রবাসী কবি আনোয়ার হোসেন এই সংবর্ধনার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং দেশ মাতৃকার কল্যাণে সব সময় কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।
পরিশোধের নৌশভোজ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বৃহস্পতিবার ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ। ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রবাসী কবি আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান
1 Min Read৭ Views