তানভীর আহমেদ
জেলার নাজিরপুর উপজেলায় নিজের বসত ঘর থেকে লক্ষ্মী রানী ৭০ বয়স্কা এক বৃদ্ধা নারীর হাত-পা বাঁধা মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার মৌখালী গ্রামে এ হত্যাকাণ্ড সংগঠিত ঘটেছে। নিহত লক্ষ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী।স্থানীয়ভাবে জানা গেছে শুক্রবার ভোরে নুর ইসলাম শেখ নামের স্হানীয় এক (খেজুর গাছ রস সংরগ্রহকারি গাছি) ব্যক্তি খেজুরের রস নিয়ে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পাশের বাড়ির কৃষ্ণা মণ্ডলকে ডাকেন। কৃষ্ণা মণ্ডল ঘরে ঢুকে লক্ষ্মী রানীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। ঘরের পিছনে সিঁধ কাটা ছিল।লক্ষ্মী রানীর ছেলে আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, ভোরে তিনি তাঁর মাকে হত্যার জানার পরে গিয়ে খাটের ওপর তাঁর মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। তিনি জানান স্থানীয় একটি গোষ্ঠীর সঙ্গে তাঁদের জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। এর জের ধরে তাঁর মাকে হত্যা করতে পারে বলে তাঁর ধারণা।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ঘরের পেছন থেকে সিঁধ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে, জড়িত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বুধবার ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ। ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
পিরোজপুরে বৃদ্ধার হাতপা বাধা মৃতদেহ উদ্ধার
1 Min Read১৪ Views