সুনান বিন মাহাবুব ( পটুয়াখালী) : “দূর্ঘটনা দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি”-এই শ্লোগান নিয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নব-নির্মিত ভবন এর শূভ উদ্বোধন করেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম.রেজাউল করিম। ১৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় বেলুন-ফেস্টুন-জাতীয় পতাকা উড়িয়ে ভবনের উদ্ভোধন করেন তিনি।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ আহম্মদ মাইনুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বরিশাল এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, পৌ রমেয়র মহিউদ্দিন আহম্মেদ ,সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান মফিজুর রহমান।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর কর্মকর্তা ফায়ার ফাইটারবৃন্দ, সুধীজন, বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।