“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিনটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতার আরা জামান উর্মি, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক এস. এম. দেলোয়ার হোসেন।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ। ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
1 Min Read৩ Views