শাহাদাত হোসেন (নোয়াখালী)
সম্পত্তি লিখে দেওয়ায় পর জন্মদাতা পিতাকে অবহেলা করার অভিযোগ ছেলের বিরুদ্ধে উঠেছে। অভিযোগকারী হচ্ছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাফর আলী ব্যাপারী বাড়ির ওমর ফারুকের ছেলে সাইফ উল্যা (৪২)। সাইফ উল্যার পিতা মানসিক অসুস্থ হওয়ায় পিতার সকল সম্পত্তি পাওয়ার অব অ্যাটর্নি আইনে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলেন এক ছেলে এক মেয়ের নামে। সম্পত্তি দেওয়ার পর থেকে পুত্র সাইফ উল্যাহ পিতার প্রতি দায়িত্বে অবহেলা করে,এবং সম্পত্তি বিক্রি করে নিজেদের ভোগবিলাস করছে, অপরদিকে পিতা ওমর ফারুক (৭৫) মানবেতর জীবনযাপন করছে। ঘটনাটি ঘটেছে, কোম্পানীগঞ্জ উপজেলায় ৪নং চরকাঁকড়া ইউনিয়নের চরকাঁকড়া গ্রামে ২নং ওয়ার্ডে জাফর আলী ব্যাপারী বাড়ি। অভিযোগ পেয়ে এদিন সকালে মানবাধিকার কর্মী সত্যতা নিশ্চিত হয়ে গণমাধ্যমকে বলেছে।
সূত্রে জানা গেছে, বৃদ্ধ ওমর ফারুকের এক ছেলে,এক মেয়ে আছে।ওমর ফারুক পিতা মানসিক অসুস্থ হওয়ার কারণে ছেলে সাইফ উল্যা সুযোগ-সন্ধানী হয়ে সম্পত্তি বিক্রি করে দেয়,কিন্তু বাবার চিকিৎসা তো দুরের কথা ঘরে থাকতে দেয়নি পুত্রবধূ, খেতে দিতো দরজায় বসিয়ে। জীবনের শেষ লগ্নে বৃদ্ধা অসুস্থ বছরে পর বছর ধরে রাত কাটাতে হচ্ছে কখনও প্রতিবেশীদের বাড়ি, কখনও আত্মীয়ের বাড়ি। দু’মুঠো ভাতের জন্য তাকে ঘুরতে হচ্ছে পথে পথে। বৃদ্ধ বাবার ওপর ছেলে ও ছেলের বউয়ের বর্বর নির্যাতনের এমন নির্দয় ঘটনা ঘটেছে।
বৃদ্ধ পিতা ওমর ফারুকের ব্যাপারে এলাকায় লোকজন থেকে জানা যায়,পুত্রবধূ শ্বশুরের সাথে খারাপ আচরণ করে, ঘরে থাকতে দিচ্ছে না, ঘর ময়লা হয়ে যাবে এ কথা বলে, ভিক্ষুকের মত ঘরের দরজায় বসিয়ে খেতে দেয়।
মানসিক অসুস্থ ওমর ফারুকের আশেপাশে লোকজন আরও বলেন,পুত্রবধূ তাকে বিল্ডিং থাকতে দেয়না, ঠিকমত খাওয়াও দেয়না এবং চিকিৎসা করেনা। নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, কেউ যদি ছেলেকে তার পিতার ব্যাপারে বললে, পুত্র সাইফ উল্যা তাদেরকে সন্ত্রাসী দিয়ে হামলা-মামলা ও তুলে নেওয়ার জন্য হুমকি দেয়,এবং গালমন্দ করে।
এলাকার লোকজনেরা বলে,দেশে আইন ও মানবাধিকার সংগঠন আছে, আপনাদের মাধ্যমে সঠিক তদন্তের ভিত্তিতে দোষীদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্ত স্থাপন করেন,তাহলে সমাজে কোন পুত্র তার পিতাকে অবহেলা করবেনা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শুক্রবার ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ। ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
নোয়াখালীতে মানসিক অসুস্থ পিতার প্রতি ছেলে ও পুত্রবধূর অবহেলা
2 Mins Read৭ Views