আন্তর্জাতিক ডেস্ক
অপেক্ষার পালা শেষ! কাল সোমবার থেকে ঘোষণা করা হবে নোবেল পুরস্কার। যা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। পুরস্কার ঘোষণার সবকিছু নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। কবে কোন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে সেটিও জানিয়ে দিয়েছে নোবেল কমিটি। সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নিচে দেওয়া হলো পুরস্কার ঘোষণান দিন তারিখ।
৭ অক্টোবর : এদিন ঘোষণা হবে ফিজিওলোজি বা মেডিসিন ক্যাটাগরির পুরস্কার।
৮ অক্টোবর : পদার্থবিদ্যার বিজয়ীর নাম ঘোষণা হবে এদিন।
৯ অক্টোবর : রসায়ন ক্যাটাগরির বিজয়ীর নাম জানা যাবে। পুরস্কারটি ঘোষণা হবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে।
১০ অক্টোবর : এদিন ঘোষণা করা সাহিত্য ক্যাটাগরির পুরস্কার।
১১ অক্টোবর : নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে।
১৪ অক্টোবর : ছয় নম্বর এবং সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে এদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।
এদিকে নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। পাকিস্তানের শিশু অধিকারকর্মী মালালা ইউসুফজাই ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান। যা কোনো সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পাওয়ার রেকর্ড।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ। ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
নোবেল পুরস্কার ২০২৪ শুরু
1 Min Read৩৬ Views