ফরিদপুরের নগরকান্দায় তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় নগরকান্দা উপজেলা সদরের সরকারি এম এন একাডেমি মিলনায়তনে নগরকান্দা পৌরসভার আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা পৌরসভার প্রশাসক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির। কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারী এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, নগরকান্দা বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক শামসুল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন প্রমুখ। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।