শিব্বির আহমদ, ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগরে জাতীয় যুব দিবস-২৪ পালিত হয়েছে। ‘দক্ষ যুবক গড়তে দেশ,বৈষম্যহীণ বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে আজ ১লা নভেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা প্রাঙ্গণে শোভাযাত্রা শেষে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা মোছা. শাহরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারি কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, যুব সংগঠক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন,যুব প্রশিক্ষক বজলুর রশিদ। অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন, রুমেল আহমদ। অনুষ্ঠান শেষে সনদ ও চেক বিতরণ করা হয়।