শিব্বির আহমদ (সিলেট): সিলেটের দক্ষিণ সুরমার কাজিরখলা থেকে তামবির ইসলাম সাইদুল নামে একটি ছেলে নিখোঁজ হয়।
গত ১৪ অক্টোবর শনিবার দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার পিতা তাহের উদ্দিন। যার নং- ৭৭৬।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৫টার সময় দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি কাজিরখলা এলাকা থেকে তার ছেলে তামবির ইসলাম সাইদুল নিখোঁজ হয়েছে।
তার বয়স ১৩ বছর, চুল কালো ছোট-ছোট, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি।
তাহের উদ্দিন সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে সাধারণ ডায়েরী করেন।
কেউ তার সন্ধান পেলে তাহের উদ্দিনের ০১৭২২১৯৯৬৭৭ এই নাম্বারে যোগাযোগ অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানান।